আড়িয়াল খাঁ নদীর শাখা নদী কুমার নদী রাজৈর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। কুমার নদী এক সময় অনেক বড় নদী ছিল। রাজৈর উপজেলার ইতিহাসের রুপকথার অনেকটা কুমার নদী স্বাক্ষী হয়ে আছে। এক সময় কুমার নদী নিয়ে বড় বড় বানিজ্যিক জাহাজ চলাচল করত। এলাকার সমস্ত কাজ নদী পথে সংঘটিত হত। ব্যবসা বানিজ্য ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কুমার নদীর গুরুত্ব ছিল অপরসীম। কিন্তু সময়ের প্রবর্তনের সাথে সাথে কুমার নদী আজ হারিয়ে যেতে চলেছে তার প্রবল স্রোত। বর্তমানে নদীটি পুনরুদ্ধারের জন্য পুন: খনন কাজ চলছে। পুন: খনন হলে আবারও রাজৈর উপজেলার ব্যবসা বানিজ্য ও যোগাযোগের অন্যতম মাধ্যম হতে পারে কুমার নদী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS