Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

 

রাজৈর উপজেলা  পরিষদের মাসিক সাধারন সভা নভেম্বর-২০১২ এর কার্যবিবরণীঃ

 

সভাপতিঃ

 

জনাব আল-আমীন মোল্লা

চেয়ারম্যান

উপজেলা পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

সহানঃ

 

উপজেলা লাইসিয়াম ভবন, রাজৈর, মাদারীপুর ।

তারিখঃ

 

১৪-১১-২০১২ খ্রিঃ।  সময়ঃ বেলা ১২.০০ মিঃ ।

 

             উপসস্থ সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট-‘‘ক’’-তে

            সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন ।অতঃপর সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে সভা পরিচালনার জন্য অনুরোধ জানান ।  অতঃপর উপজেলা নির্বাহী অফিসার বিগত সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শোনান এবং কোনরূপ সংশোধনী থাকলে তা উপস্থাপনের জন্য সভায় উপস্থিত সদস্যগনের দৃষ্টি আকর্ষণ করেন । বিগত সভার কার্যবিবরনী এবং সিদ্ধামত্ম সম্পর্কে কোন সংশোধনী না থাকায় বিগত সভার কার্যবিবরনী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অতঃপর সভায় নিম্নরুপভাবে বিভাগওয়ারী আলোচনা অনুষ্ঠিত হয় ।

প্রকল্প বাস্তবায়ন বিভাগ(ত্রান বিভাগ):

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান যে, ২০১২-১৩ অর্থ  কাবিখা কর্মসূচীর আওতায় ১০২.১৮৪ মেঃ টন চালের বরাদ্দ পাওয়া গিয়েছে । গ্রাঅস নীতিমালার আলোকে প্রকল্প তালিকা দাখিল করার জন্য ইউনিয়নওয়ারী বিভাজন করে দেয়া হয়েছে ।  গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষন (টি,আর)সাধারন এর আওতায় ১ম পর্যায় ৯৮.৬৩৮ মেঃ টন চালের বিপরীতে ৪২টি প্রকল্প বাসত্মবায়নের জন্য চাল ছাড় করন প্রক্রিয়াধীন । মাননীয় সংসদ সদস্যের কোটায় নির্বাচনী এলাকা ভিত্তিক নির্বাচনী এলাকা মাদারীপুর -০২ এ ৩০০.০০০ মেঃ টন খাদ্য শস্য বরাদ্দ পাওয়া গেছে । প্রকল্পের  তালিকা প্রনয়ন ও বিভাজন প্রক্রিয়াধীন । অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ৮৭৩জন উপকারভোগীর শ্রম মজুরী বাবদ ৬১,১১,০০০/-টাকার বরাদ্দ পাওয়া গেছে । উক্ত অর্থ দ্বারা ১১টি ইউনিয়নে ১১টি প্রকল্পের কাজ চলমান । এছাড়া, বিভাগীয় কার্যক্রম সুষ্ঠভাবে চলছে ।

সিদ্ধান্ত:কাবিখা, গ্রামীণ অবকাঠামো (টিআর)সাধারন ও নির্বাচনী এলাকা মাদারীপুর-০২ এর জন্য বরাদ্দকৃত টি,আর কর্মসূচীর প্রকল্প দ্রুত দাখিল ও সম্পন্ন করার জন্য সংশি­ষ্ট সকল ইউ,পি চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।

সত্মবায়নেঃ(ক) উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

                (খ) ইউ,পি চেয়ারম্যান(সকল), রাজৈর, মাদারীপুর ।

০২।  উপজেলা কৃষি বিভাগঃ

উপজেলা কৃষি অফিসার, তাঁর বিভাগীয় কার্যক্রম নিম্নোক্তভাবে উপস্থাপন করেন ।

(ক) রবি/১২ইং মৌসুমে বোরো ধানের বীজতলার প্রাথমিক  প্রতিবেদন ঃ

 

ক্রমিক নং

ফসলের নাম

বোরো ধানের বীজতলার লক্ষ্য মাত্রা

অর্জিত বীজতলা  হেঃ

মমত্মব্য

হাইব্রীড

উফশী

স্থানীয়

মোট

হাইব্রীড

উফশী

স্থানীয়

মোট

 

 বোরো ধান

১৬

৬৩৮

৬৫৬

২৫

৩২৫

৩৫১

 

 

              

(খ) রবি/২০১২ ইং মৌসুমে ফসল আবাদের প্রাথমিক প্রতিবেদনঃ

ক্রমিক নং

ফসলের নাম

জাত

আবাদের লক্ষ্য মাত্রা

অর্জিত এলাকা হেঃ

 

গম

উফশী/স্থানীয় উন্নত

৭২৮ হেঃ

২৮৫

 

মসুর

’’

১১২৫ হেঃ

৮৭৫

 

 

 

-২-

 

খেসারী

’’

২৩৩২

১৬০৫

 

মাসকলাই

’’

৩৭৫

২৬৮

 

মটর

’’

১৪৭

৩৬

 

সরিষা

’’

-

১৭৬২

 

আখ

’’

৫১

৪৫

 

শাকসবজি

’’

৫৫২

৩৮৭

 

 

(গ) ইউরিয়া সার বরাদ্দ, উত্তোলন ও মজুদ প্রতিবেদন

বিসিআইসি সার ডিলারের সংখ্যা

বরাদ্দ

মেঃ টন

উত্তোলন মেঃ টন

বিতরন

মেঃ টন

মজুদ

মেঃ টন

মমত্মব্য

বর্তমান মাস

পূর্ব মাস

মোট

১১ জন

২৬০

১৭৪

৯১

২৬৫

১৩০

১৩৫

 

 

(ঘ) রবি/১২ ইং মৌসুমে বিএডিসি থেকে বীজ প্রাপ্তি ও বিতরন পরিসিহতিঃ

 

ক্রমিক নং

বীজ প্রাপ্তি (মেঃ টন)

বিতরন/বিক্রি

মমত্মব্য

০১

ব্রিধান-২৮

ব্রিধান-২৯

মোট

ব্রিধান-২৮

ব্রিধান-২৯

মোট

 

 

২১

৫৮

৭৯

১৫

৪৫

৬০

 

সিদ্ধান্তঃ

এ উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল আবাদে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ চাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের অনুরোধ জানানো হয় । বিসিআইসি কর্তৃক উপজেলায় নিয়োজিত ডিলারগণ যাতে জেলা সার মনিটরিং কমিটির নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করতে না পারে  এবং যাতে সারের কৃত্রিম সংকট সৃষ্টি হতে না পারে সে জন্য প্রতিদিন সার বিক্রি ও মজুদ তদারকীর জন্য উপজেলা কৃষি অফিসারকে  অনুরোধ জানানো হয় ।

বাস্তবায়নেঃ১। উপজেলা কৃষি অফিসার, রাজৈর ।

০৩। প্রানি সম্পদ বিভাগঃ

উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা সভায় জানান যে, আলোচ্য মাসে  গবাদি পশুকে ১২৯৬ মাত্রা ও ১৯১০০ মাত্রার হাসমুরগীকে টিকা প্রদান করা হয় ।  ১০৩টি গবাদি পশু, ৫৬০টি হাস-মুরগীর চিকিৎসা প্রদান করা হয়। ৫২২টি কৃত্রিম প্রজনন করা হয় । বেসরকারিভাবে ৬টি গবাদি পশু ও হাস-মুরগীর খামার স্থাপন করা হয় । উন্নত জাতের ঘাস চাষ করা হয় ১টি প­টে এবং ৭৫জন যুবদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

বাস্তবায়নেঃ   উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, রাজৈর ।

০৪। উপজেলা সমাজসেবা বিভাগঃ

উপজেলা সমাজসেবা অফিসার সভায় জানান যে, উপজেলা সমাজসেবা অফিসার সভায় জানান যে,  ২০১২-১৩ অর্থ বছরে বয়স্ক ভাতা, অসচ্চল প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ যাবতীয় ভাতা বিতরন কার্যক্রম চলমান ।  এছাড়া বিভাগীয় কার্যক্রমসহ সকল ঋণ বিতরন ও আদায় কার্যক্রম সঠিকভাবে চলছে । এছাড়া, তিনি আরও জানান যে, পাইকপাড়া ইউনিয়নে সমাজসেবা অধিদপ্তরের ঘরটি রাতের আধারে কে বা কাহারা ভেঙ্গে ফেলেছে । তদমত্ম সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান  ।

সিদ্ধান্ত:ঋণ কার্যক্রমসহ সকল ভাতা কার্যক্রম নীতিমালা অনুযায়ী বিতরন করার জন্য উপজেলা সমাজসেবাঅফিসার রাজৈরকে অনুরোধ জানানো হয় ।

বাসত্মবায়ননেঃ ১। উপজেলা সমাজসেবা অফিসার, রাজৈর, মাদারীপুর ।

     ২। ইউপি চেয়ারম্যান(সকল), রাজৈর, মাদারীপুর ।


-৩-

০৫। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বিভাগঃ

 উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তার বিভাগীয় কাজের অগ্রগতি  নিম্নোক্তভাবে উপস্থাপন করেনঃ- 

(ক)২০১২-১৩ অর্থ বছরে ৩০ জন প্রশিক্ষনার্থীর  প্রশিক্ষন  চলছে ।

(খ) ঘুর্নায়মান (উৎপাদন) ঋণ কার্যক্রমঃসরকারী বরাদ্দ ৭০,০০০/-টাকা হতে ১৪ জন ঋণ গ্রহীতাকে ৬২,০০০/- টাকা ঋণ প্রদান করা হয়েছে,  ঋণ আদায় করা হয়েছে ৩০,৪৯৬/-টাকা, অনাদায়ী ঋনের পরিমান ৩১,৫০৪/-টাকা ।

(গ) মহিলাদের আত্মকর্মসংসহানের জন্য ঋণ কার্যক্রমঃ  মোট বরাদ্দ ১৪,০০০০০/-টাকা । এ পর্যমত্ম ১৪,০০০০০/-টাকা বিতরন করা হয়েছে । ঘূর্ণায়মান প্রক্রিয়ায় ২৫,৮৫,০০০/- টাকা ঋণ বিতরণ করা হয়েছে । অনাদায়ী খেলাপী ঋনের পরিমান ১১,৭০,০৭০/-টাকা, ঋন গ্রহীতার সংখ্যা ২৬৭ জন ।

(ঘ)দারিদ্র মা’র জন্য মাতৃত্ব কালীন ভাতাঃ  মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারীর সংখ্যা ২৩১ জন।  এ পর্যমত্ম  ৪,৮৫,১০০/-টাকা

বিতরন করা হয়েছে ।

(ঙ) সমিতির কার্যক্রমঃএউপজেলায় সমিতির সংখ্যা ১০১টি, সক্রিয় ৮২টি, নিষ্ক্রিয় ১৯টি । অনুদানপ্রাপ্ত সমিতির সংখ্যা ১০টি। টাকার পরিমান ১,৯১,০০০/-টাকা ।

(চ) ভিজিডি কার্যক্রমঃভিজিডি কার্ড ধারীর সংখ্যা ১১৯৬জন । বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ।

সিদ্ধান্তঃসকল ঋণ কার্যক্রমের ঋণ আদায়ের হার সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে তৎপরতা বৃদ্ধির জন্য উপজেলা মহিলা কর্মকর্তাকে অনুরোধ জানানো হয় ।

বাস্তবায়নেঃ   ১। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজৈর ।

                  ২। চেয়ারম্যান,.........................(সকল) ইউপি, রাজৈর।

০৬।উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, অত্র উপজেলায় বরাদ্দকৃত ঋনের টাকার পরিমান ২৫,৩৮,৮০০/-টাকা। মোট ঋণ বিতরন ১২৫৯৭৫০০/-টাকা  । আদায়কৃত আসল ৯৮৫৪১৪৩/-টাকা ।  আদায় যোগ্য আসল  ১০৯৯৯৬১৫/-টাকা। ঋণ আদায়ের হার ৯২%,  ঋণ গ্রহীতার সংখ্যা ৮৫৪জন।  খেলাপী (আসল) ৮২৪৩৯৯/-টাকা । মোট প্রশিক্ষনপ্রাপ্ত যুবকের সংখ্যা ৪১১৮জন ।  এছাড়া, তিনি আরও জানান যে, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ১৫জনকে ৫,২৫,০০০/-টাকা ঋণ, ২৫জন যুবককে ৫০টি বৃক্ষ এবং ৪০জন প্রশিক্ষনার্থীদেরকে প্রশিক্ষনের সনদ বিতরন করা হয়েছে । বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে ।

সিদ্ধামত্মঃঋণ আদায়ের হার বৃদ্ধি করার জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ জানানো হয় ।

বাসত্মবায়নেঃউপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

০৭। উপজেলা সমবায় বিভাগ ঃ   

উপজেলা সমবায় অফিসার, সভায় তার বিভাগীয় কার্যক্রম(আলোচ্য মাসে) নিম্নরূপভাবে সভায় উপস্থাপন করেন ।

১।

সমিতির সংখ্যা

অডিটযোগ্য সমিতির সংখ্যা

অডিটকৃত

 সমিতির সংখ্যা

অডিট সেস ধার্য্য

আদায়

সমবায় উন্নয়ন

তহবিল ধার্য্য

সমবায় উন্নয়ন তহবিল আদায়

বিভাগীয়ঃ

প্রাথমিক ১৮৮টি

 

প.উ.বোঃ

কেন্দ্রীয় ১টি

প্রাথমিক ২০৭টি

বিভাগীয়ঃ

প্রাথমিক - ১৮৮টি

প,উ, বোঃ

কেন্দ্রীয় ১টি

প্রাথমিক  ২০৭টি

২৫টি

৩২%

প্রাথমিক(বিভাগীয়)

হাল সন ২০৯৩০

বকেয়া ২৮৭৮০

১৩১৩০

বকেয়া ৯০

প্রাথমিক(বিভাগীয়)

হাল ১২৬১৪

বকেয়া ১৪৩৭৯

২৯২৬/-

 

        

 


-৪-

২।

আশ্রয়ন  প্রকল্পের সংখ্যা(ফেইজ-২)

ঋণ বিতরন

ঋণ আদায়যোগ্য আসল

ঋণ আদায় আসল

ঋণ আদায়ের হার

১টি

৩৯৫০০০/-(ক্রমপুঞ্জিত)

৩১৫০০০/-

২৮৬২৫০/-

৯১%

এছাড়া, ১২০০/-টাকা ননট্যাক্স রেভিনিউ আদায় করা হয় । বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

সিদ্ধামত্মঃবিভাগীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয় ।

বাসত্মবায়নেঃ১। উপজেলা সমবায় অফিসার ।

                ২। ইউ,পি চেয়ারম্যান (সকল) ।

০৮। উপজেলা মৎস্য বিভাগঃ

উপজেলা মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত)সভায় জানান যে, আলোচ্য মাসে টেকেরহাট বাজারে ফরমালিনের উপর ২৫জনের একটি উদ্বুদ্ধকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। অবৈধ ২০০০ মিটার কারেন্ট জাল আটক করে ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজৈর থানার  উপস্থিতিতে ভষ্মীভূত করা হয়। তিনটি মৎস্য অভায়াশ্রম স্থাপনের কার্যক্রম, কমুারনদীতে খাঁচায় মাছ মাষ প্রদর্শনী মৎস্য প্রকল্পের কার্যক্রম ও মৎস্য খাতে ক্ষুদ্রঋণ আদায় কার্যক্রম চলমান । বিভাগীয় কার্যক্রম সুষ্ঠভাবে চলছে ।

বাসত্মবায়নেঃ    উপজেলা মৎস্য অফিসার, রাজৈর ।

০৯। উপজেলা পল­ী উন্নয়ন বিভাগঃ

১। উপজেলা পল­ী উন্নয়ন অফিসার, রাজৈর, সভায় তাঁর বিভাগীয় কার্যক্রম নিম্নরূপভাবে উপস্থাপন করেন (১) আলোচ্য মাসে সঞ্চয় আদায় ৪.৫৫ লক্ষ টাকা, লক্ষ্যমাত্রা ৪.৫৫ লক্ষ টাকা (২) শেয়ার আদায় ৫০০০ টাকা, লক্ষ্যমাত্রা ৪০০০ টাকা (৩) ঋণ বিতরণ ৭৩.৪৫ লক্ষ টাকা, লক্ষ্যমাত্রা ৮৮.৮০ লক্ষ টাকা (৪) ঋণ আদায় ৭৭.২৮ লক্ষ টাকা, লক্ষ্যমাত্রা ১০৮.৫৬ লক্ষ টাকা ।

২। একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাসিক প্রতিবেদনঃ

আলোচ্য মাসে ৩.০৫ লক্ষ টাকা সঞ্চয় আদায় করা হয়, লক্ষ্যমাত্রা ৪.৩২ লক্ষ টাকা ।   বিভাগীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।

সিদ্ধামত্মঃ

বিভাগীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা পল­ী উন্নয়ন অফিসার, রাজৈরকে অনুরোধ জানানো হয়।

বাসত্মবায়নেঃউপজেলা পল­ী উন্নয়ন অফিসার, রাজৈর, মাদারীপুর ।

১০। রাজস্ব তহবিল/বাসাবাড়ি মেরামত তহবিল/উপজেলা উন্নয়ন জমা তহবিলে প্রকল্প বাসত্মবায়নঃ

(ক) সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান জুলাই /২০১২ হতে অক্টোবর/২০১২ পর্যমত্ম মোট ০৪(চার) মাসের ভ্রমন ভাতা বিল বাবদ ১১,২০০/- টাকা ও ১১,২০০/-টাকা সর্বমোট ২২,৪০০/-টাকার বিল দাখিল করেছেন । এ বিষয়ে বিসত্মারিত আলোচনামেত্ম  উপজেলা রাজস্ব তহবিল হতে প্রদানের বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনা হয় ।

(খ) উপজেলা প্রকৌশলী সভায় জানান যে,  উপজেলা হলরুমের পশ্চিম পার্শ্বে অবস্থিত চার কক্ষ বিশিষ্ট টিন শেড ভবনখানা উপজেলা পরিষদ উন্নয়ন জমা তহবিল হতে রাজৈর পৌরসভার অস্থায়ী ভবন মেরামতের ইতিপুর্বে ১,০০,০০০/-টাকা প্রদান করা হয় । কিন্তু বাসত্মবায়নকালে দেখা যায় উক্ত ভবনটি পুরোপুরি মেরামতের জন্য আরো ১,০০,০০০/-টাকার প্রয়োজন । এ ব্যাপারে সভায় বিসত্মারিত আলোচনা হয় ।

সিদ্ধামত্মঃ

(ক) উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর সর্বমোট ২২,৪০০/-টাকার ভ্রমন ভাতা বিল বিধি মোতাবেক উপজেলা রাজস্ব তহবিল হতে প্রদানের সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয় ।

(খ) উপজেলা পরিষদ উন্নয়ন জমা তহবিল হতে রাজৈর পৌরসভার অস্থায়ী ভবন মেরামতের জন্য অতিরিক্ত ১,০০,০০০/-টাকা প্রদানের সর্বসম্মত সিদ্ধামত্ম গৃহীত হয় ।

বাসত্মবায়নেঃ১। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

             ২। উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর, মাদারীপুর ।

             ৩। উপজেলা প্রকৌশলী, রাজৈর, মাদারীপুর ।

 


-৫-

 

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপসিহত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।                                                                                               

 

 

 (আল-আমীন মোল­া )

সভাপতি

 চেয়ারম্যান

উপজেলা পরিষদ

রাজৈর, মাদারীপুর ।

 

স্মারক নং-০৫.৪১.৫৪৮০.০০০.০৮.০০১.১২                                                             তারিখঃ  ১৪/১১/২০১২ খ্রিঃ।

অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থে প্রেরণ করা হলোঃ

১।         জনাব শাজাহান খান, এমপি, মাননীয় মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এবং উপদেষ্টা।

২।         সচিব, সহানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবলায়, ঢাকা।

৩।         জেলা প্রশাসক, মাদারীপুর ।

৪।         সিনিয়র সহকারী সচিব, জেলা প্রশাসন-২ শাখা, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ।

 

          

                     উপজেলা নির্বাহী অফিসার

                       রাজৈর, মাদারীপুর ।

 

স্মারক নং-০৫.৪১.৫৪৮০.০০০.০৮.০০১.১২                                                       তারিখঃ ১৪/১১/২০১২ খ্রিঃ

            অনুলিপি অবগতি ও কার্যার্থেঃ

১।         ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

১।         উপজেলা .................................................কর্মকর্তা (সকল), রাজৈর, মাদারীপুর ।

২।         চেয়ারম্যান, ...............................................(সকল) ইউ,পি ।

 

 

           উপজেলা নির্বাহী অফিসার

           রাজৈর, মাদারীপুর ।


 

উপসিহত সদস্যবৃন্দের হাজিরা (জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)।

 

(পরিশিষ্ট-ক)

           

১।       ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

২।       উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

৩।       উপজেলা কৃষি অফিসার, রাজৈর, মাদারীপুর।      

৪।       উপজেলা প্রানি সম্পদ অফিসার, রাজৈর, মাদারীপুর ।

৫।       উপজেলা মৎস্য অফিসার, রাজৈর, মাদারীপুর ।

৬।      উপজেলা প্রকৌশলী, রাজৈর, মাদারীপুর ।

৭।       অফিসার ইন-চার্জ, রাজৈর থানা ।

৮।       উপজেলা শিক্ষা অফিসার, রাজৈর, মাদারীপুর ।   

৯।       উপজেলা সমাজসেবা অফিসার, রাজৈর, মাদারীপুর ।

১০।     উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

১১।     উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, রাজৈর, মাদারীপুর ।

১২।     উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, রাজৈর, মাদারীপুর ।

১৩।     উপজেলা যুব উন্নয়ন অফিসার, রাজৈর, মাদারীপুর ।       

১৪।     উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, রাজৈর, মাদারীপুর ।

১৫।     উপজেলা সমবায় অফিসার, রাজৈর, মাদারীপুর । 

১৬।     উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

১৭।     উপজেলা পরিসংখ্যান অফিসার, রাজৈর, মাদারীপুর ।     

১৮।     উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

১৯।     উপজেলা হিসাব রক্ষন অফিসার, রাজৈর, মাদারীপুর ।

২০।     ডি,জি, এম পল­ী বিদ্যুৎ সমিতি, টেকেরহাট, রাজৈর, মাদারীপুর । 

২১।     চেয়ারম্যান, ইশিবপুর ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।      

২২।     চেয়ারম্যান, বদরপাশা ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

২৩।     চেয়ারম্যান, হোসেনপুর ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

২৪।     চেয়ারম্যান, কদমবাড়ী ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।     

২৫।     চেয়ারম্যান, রাজৈর  ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।                 

২৬।     চেয়ারম্যান, বাজিতপুর ইউনিয়ন পরিষদ,  রাজৈর, মাদারীপুর       ।        

২৭।     চেয়ারম্যান, আমগ্রাম ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

         

                                                         

 


রাজৈর উপজেলার নভেম্বর-২০১২ মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণীঃ

 

সভাপতিঃ

 

হায়াত-উদ-দৌলা খাঁন

উপজেলা নির্বাহী অফিসার

রাজৈর, মাদারীপুর ।

 

সহানঃ

 

উপজেলা পরিষদ লাইসিয়াম, রাজৈর, মাদারীপুর ।

 

তারিখঃ

 

১৪-১১-২০১২ খ্রিঃ,  সময়ঃ বেলা ১১.০০ ঘটিকা ।

 

             উপসিহত সদস্যবৃন্দের তালিকা পরিশিষ্ট-‘‘ক’’-তে দেখানো হলো।

            সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন । অতঃপর বিগত সভার কার্যবিবরণী সভায় পড়ে শুনানো হয় এবং কোন সংশোধনী থাকলে তা উপস্থাপনের জন্য অনুরোধ করা হয় । কোন সংশোধনী না থাকায় উক্ত কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

০১।  অপরাধ ও  মামলা দায়ের পরিসিহতিঃ

ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজৈর থানা সভায় সেপ্টেম্বর /২০১২ ও অক্টোবর /২০১২  মাসের অপরাধ চিত্রের  তুলনামূলক বিবরণী  উপস্থাপন করেনঃ

মাসের নাম

খুন

ধর্ষণ

ডাকাতি/

রাহাজানি

অগ্নি সংযোগ

অপহরণ

এসিড

নিক্ষেপ

নারী ও শিশু

নির্যাতন

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী

অপরাধ    দ্রুত বিচার

অন্যান্য

মোট

১০

১১

অক্টোবর /২০১২

-

০১

-

-

০১

-

০৯

-

২৪

৩৫

সেপ্টেম্বর /২০১২

-

০২

-

-

০১

-

১২

-

২৩

৩৮

উলি­খিত অপরাধ চিত্র পর্যালোচনায় প্রতীয়মান হয় যে, অক্টোবর/২০১২ মাসের অপরাধ প্রবনতা সেপ্টেম্বর/২০১২ মাসের তুলনায় ৩টি মামলা কম হয়েছে । অপরাধ প্রবনতা আরো কমিয়ে আনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অফিসার ইনচার্জ  রাজৈর থানাকে  অনুরোধ করা হয়। 

সিদ্ধান্তঃ  অপরাধ প্রবণতা রোধকল্পে পুলিশী টহলসহ তৎপরতা বাড়াতে হবে ।

বাস্তবায়নেঃ(১) অফিসার ইনচার্জ, রাজৈর থানা ।

              (২) ইউ,পি, চেয়ারম্যান (সকল), রাজৈর ।

২।মাদকের অবৈধ ব্যবহারঃ

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

মাদকের অবৈধ ব্যবহার নিয়ে আলোচনাকালে সভায় উপস্থিত চেয়ারম্যান, আমগ্রাম ইউপি জানান দিনদিন অবৈধ মাদকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে । তিনি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা করেন । চৌকিদার/দফাদার এবং সচেতন ব্যক্তিবর্গের দ্বারা মাদক সেবীদের চিহ্নিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ।  চেয়ারম্যান, ইশিবপুর ইউনিয়ন পরিষদ কালিবাড়ী ও শাখারপাড় এলাকা মাদক পাচারের নিরাপদ এলাকা হিসেবে বেছে নিয়েছে । তিনি পুলিশি নজরদারী রাখার জন্য অফিসার ইনচার্জ, রাজৈর থানাকে অনুরোধ জানান । অফিসার ইনচার্জ রাজৈর থানা অবৈধ মাদক পাচার ও সেবন বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন ।

অবৈধ মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনা অব্যাহত রাখা ও পুলিশি টহলে তৎপরতা বাড়ানোর জন্য অফিসার ইনচার্জ, রাজৈর থানাকে অনুরোধ জানানো হয়।

অফিসার ইনচার্জ  রাজৈর থানা ।

 

-২-

 

 

 

৩। আইন-শৃঙ্খলা পরিসিহতিঃ   

আলোচনা

সিদ্ধান্ত

বাসত্মবায়নে

রাজৈর উপজেলার আইন-শৃঙ্খলা পরিসিহতি নিয়ে আলোচনাকালে উপস্থিত সকল সদস্য পবিত্র ঈদুল আযহা ও দূর্গাপূঁজা সুষ্ঠু ও শামিত্মপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ, রাজৈর থানাসহ সকলকে ধন্যবাদ জানানো হয় । চেয়ারম্যান, কদমবাড়ী ইউপি সভায় জানান যে, তার ইউনিয়নের শুকলাল গাইন এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে । শুকলাল গাইন তাকে তার অফিসে গিয়ে জীবন নাশের হুমকি দিচ্ছে । অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় চাঁদা বাজি  করে বেড়াচ্ছে । তিনি কদমবাড়ী এলাকার সাধারন লোকজন তার হাতে জিম্মি হয়ে পড়েছে । শুকলাল গাইন এর অত্যাচার হতে কদমবাড়ী ইউনিয়নের লোকজনকে সহায়তা করার জন্য অফিসার ইনচার্জ রাজৈর থানাকে অনুরোধ জানান ।  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, ইশিবপুর ইউনিয়নের লুন্দি বাজার, ভোট ঘর ও শাখারপাড় এলাকায় সনধ্যার পরে আড্ডা করে থাকে । ঐ সময় ঐ এলাকায় সাধারনজনের চলাচল খুবই ঝুকিপূর্ন ।  সন্ধ্যার পরে ঝুকিপূর্ন এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করার জন্য অফিসার ইনচার্জ রাজৈর থানাকে অনুরোধ জানান ।

১।  এলাকায় সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানি রোধকল্পে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করতে হবে। সেই সাথে দফাদার মহল­াদারদের মাধ্যমে পাহারা জোরদার করন ,  ইউনিয়ন পর্যায়ে নিয়মিত আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠান, কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের ও  সভার কার্যবিবরনী উপজেলা  নির্বাহী অফিসার বরাবরে প্রেরনের জন্য  ইউ,পি চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়। আইন শৃংখলা বিঘ্নকারী কোন ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

১.(ক)অফিসার ইনচার্জ  

রাজৈর থানা ।

(খ) ইউ,পি,

 চেয়ারম্যান  

(সকল), রাজৈর

(গ)উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর

 

৪। গ্রাম আদালতঃ

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম । গ্রাম পর্যায়ের অনেক অপরাধমূলক কাজের নিয়ন্ত্রন গ্রাম আদালতের পক্ষে সম্ভব । এতে মামলার সংখ্যা অনেকটা হ্রাস পাবে । সকল ইউনিয়ন পরিষদ  এর আইন শৃংখলা সভার প্রতিবেদন নিয়মিত জেলা প্রশাসক, মাদারীপুর মহোদয়ের বরাবর এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য সকল চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।

নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করে প্রতিবেদন পরবর্তী মাসের ২(দুই) তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য সকল ইউপি চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয় ।

ইউপি চেয়ারম্যান(সকল)

রাজৈর, মাদারীপুর

 


-৩-

৫। ইভটিজিং সংক্রামত্মঃ

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়নে

ইভটিজিং নিয়ে আলোচনাকালে সভায় জানানো হয় যে, অক্টোবর/২০১২ মাসে অত্র উপজেলায় ২টি ইভটিজিং এর ঘটনা ঘটে। মোবাইল কোর্টের মাধ্যমেইভটিজারদেরকে ১৬,০০০/-টাকা জরিমানা করা হয় । সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের গমনাগমনের সময় গুরুত্বপূর্ন স্থানে নিয়মিত পুলিশি টহল পরিচালনা করার জন্য অফিসার ইনচার্জ,রাজৈর থানাকে অনুরোধ জানানো হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সকল/কলেজ /মাদ্রাসা পর্যায়ে ইভটিজিং প্রতিরোধ কমিটির অগ্রগতির প্রতিবেদন প্রতিমাসে নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ জানানো  হয়।

স্কুল, কলেজ এবং মাদ্রাসা গমনাগমনের  সময় যাতে বখাটে ছেলেরা মেয়েদের উত্যক্ত করতে না পারে সে জন্য গুরুত্বপূর্ন স্থানে/মোড়ে নিয়মিত পুলিশ টহলের ব্যবস্থা জোরদার করতে হবে । শিক্ষা প্রতিষ্ঠানের ইভটিজিং সংক্রামত প্রতিবেদন পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে দাখিল করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রাজৈরকে অনুরোধ জানানো

 হয় ।

১। অফিসার ইনচার্জ

 রাজৈর থানা ।

২। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, রাজৈর

৬। ভ্রাম্যমান আদালতঃ

আলোচনা

সিদ্ধামত্ম

বাসত্মবায়ন

উপজেলা নির্বাহী অফিসার, রাজৈর, মাদারীপুর সভায় জানান  অক্টোবর/২০১২ খ্রিঃ মাসে  ০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ১৭৫০০/-টাকা জরিমানা করা হয় এবং ০৩(তিন)জনকে আলাদাভাবে ০৬(ছয়)মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে ।

নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা

করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করা হয় ।

১। উপজেলা নির্বাহী অফিসার

২। অফিসার ইনচার্জ, রাজৈর থানা।

অতঃপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি উপসিহত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

                                

    স্বাক্ষরিত/-

(হায়াত-উদ-দৌলা খাঁন)

উপজেলা নির্বাহী অফিসার

রাজৈর, মাদারীপুর ।

                                                                             ফোনঃ ০৬৬২৩-৫৬১০১

Email-unorajoir@ mopa.gov.bd

স্মারক নং-০৫.৪১.৫৪৮০.০০০.০৮.০০১.১২-                                                          তারিখঃ ১৪/১১/ ২০১২খ্রিঃ ।

অনুলিপি(সদয় জ্ঞাতার্থে)ঃ

১।         মাননীয় সংসদ সদস্য, নির্বাচনী এলাকা মাদারীপুর-০২ ও মন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এবং প্রধান উপদেষ্টা।

২&।      জেলা প্রশাসক, মাদারীপুর ।

৩।         পুলিশ সুপার, মাদারীপুর ।

৪।         চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর ও উপদেষ্টা ।

৫।         ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর ও উপদেষ্টা ।

অনুলিপি ( জ্ঞাতার্থে ও কার্যার্থে )ঃ

৬।         অফিসার-ইন-চার্জ, রাজৈর থানা, রাজৈর ।

৭।         চেয়ারম্যান, .......................................ইউ,পি, রাজৈর ।

৮।         জনাব ..............................................................................

 

 

উপজেলা নির্বাহী অফিসার

রাজৈর, মাদারীপুর ।


উপসিহত সদস্যবৃন্দঃ (পরিশিষ্ট-ক)

(জ্যেষ্ঠতার ভিত্তিতেনয়)ঃ

 

১।         জনাব আল-আমীন মোল­া, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর ও উপদেষ্টা ।

২।         জনাব ধীরেন্দ্রনাথ বারুরী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর ও উপদেষ্টা।       

৩।         জনাবা ফরিদা ইয়াসমীন পল­বী, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রাজৈর ও উপদেষ্টা ।

৪।         উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।

৫।         উপজেলা সমাজসেবা অফিসার, রাজৈর, মাদারীপুর ।

৬।         উপজেলা শিক্ষা অফিসার, রাজৈর, মাদারীপুর ।

৭।         অফিসার ইন-চার্জ, রাজৈর থানা ।       

৮।         উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।                

৯।         উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, রাজৈর, মাদারীপুর ।                      

১০।       ডিজিএম, পল­ী বিদ্যুৎ সমিতি, টেকেরহাট, রাজৈর ।       

১১।        প্রধান শিক্ষক, রাজৈর বালিকা উ্চ্চ বিদ্যালয়, রাজৈর, মাদারীপুর ।

১২।        কমান্ডার, রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজৈর, মাদারীপুর ।

১৩।       ১১।        চেয়ারম্যান, ইশিবপুর ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।         

১৪।        চেয়ারম্যান, খালিয়া ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

১৫।       চেয়ারম্যান, আমগ্রাম ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।          

১৬।       চেয়ারম্যান, বদরপাশা ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

১৭।        চেয়ারম্যান, রাজৈর ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

১৮।       চেয়ারম্যান, হরিদাসদী মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।         

১৯।        চেয়ারম্যান, বাজিতপুর  ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

২০।       চেয়ারম্যান, হোসেনপুর ইউনিয়ন পরিষদ, রাজৈর, মাদারীপুর ।

২১।        জনাব এস, এম এমদাদুল হক, রাজৈর, মাদারীপুর ।