Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রাজৈর উপজেলার পটভূমি

১৯১৪ খ্রীষ্টাব্দে তদানিমত্মন মাদারীপুর মহাকুমাধীন মাদারীপুর থানার পশ্চিমাংশের কয়েকটি ইউনিয়ন নিয়ে রাজৈর থানা গঠিত হয় । কুমার নদীর তীরে রাজৈর বাজার ও স্টীমার স্টেশনে থানা হেড কোয়াটার স্থাপিত হয় । পরবর্তীতে ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মান উন্নীত থানায় রূপামত্মর । বৃটিশ আমলে রাজৈর ছিল একিট ফাড়ি। ফতেজঙ্গপরগনার অধীন নদীপথে ফরিদপুর হয়ে মাদারীপুর-বরিশাল-কোটালীপাড়া অঞ্চলে পাল সেন, মোগল, ইংরেজদের নৌজান সৈন্যবাহিনী রাজ কর্মচারীদের গমনাগমন শাসন চলে। রাজৈর হয়ে একটি খাল প্রাচীন কালে কোটালীপাড়ায় সামুদ্রিক বন্দরের সাথে সংযুক্ত হয়। সেই খালের নাম সেন খাল। ইংরেজ আমলে নীল চাষের জন্য তারা কুটির নির্মাণ করে। প্রাকৃতিক দুর্যোগে মগদের অত্যাচারে এ অঞ্চল জনশূন্য হয় এবং বন জঙ্গলে পরিণত হয়। উজনীর রাজাদের নিকট হতে ফতেজঙ্গপুর পরগনার জমিদারিত্ব প্রাপ্ত হয় রাজা রাম রায়। রাজারাম রায় রাজ কর্মচারীরা ঐতি মোহনায় তাদের আস্তানা গড়ে। এখানেই এ অঞ্চলের পূর্বাপর রাজাদের বিশ্রাম এর স্থান হিসাবে এ অঞ্চলের নামকরণ করা হয় রাজৈর।  বর্তমানে ১১টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভা নিয়ে রাজৈর উপজেলা গঠিত হয়।  ২২৯.২৮বর্গকিলোমিটার আয়তনের  উত্তরে - ভাঙ্গা ও শিবচর উপজেলা,  পূর্বে - মাদারীপুর সদর উপজেলা, দক্ষিনে- কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা।  এ উপজেলা ২৩ ডিগ্রী উত্তর অংশ, ৯০ ডিগ্রী দক্ষিণ দ্রাঘিমাংশে অবস্থিত ।