তদানীন্তন মাদারীপুর মহাকুমাধীন মাদারীপুর থানার পশ্চিমাংশের কয়েকটি ইউনিয়ন নিয়ে রাজৈর থানা গঠিত হয়। কুমার নদীর তীরে রাজৈর বাজার ও স্টীমার স্টেশনে থানা হেড কোয়াটার স্থাপিত হয় । সৃষ্টিকাল ১৯১৪ খ্রীঃ । পরবর্তীতে ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মান উন্নিত থানায় রুপান্তর এবং পরবর্তীতে উপজেলা পরিষদ হিসাবে বিদ্যমান ।
রাজৈর উপজেলার আয়তন- ২২৯.২৮ বর্গকিলোমিটার । এর উত্তরে - ভাঙ্গা ও শিবচর উপজেলা, পূর্বে - মাদারীপুর সদর উপজেলা, দক্ষিনে- কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে মুকসুদপুর ও ভাঙ্গা উপজেলা। এ উপজেলা ২৩ ডিগ্রী উত্তর অংশ, ৯০ ডিগ্রী দক্ষিণ দ্রাঘিমাংশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস